
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নের আকালমেঘ কেন্দ্রীয় জামে মসজিদ ও নূরানী হাফেজী কওমী মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলই ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কামরুজ্জামান রতনের সহধর্মিণী নূর-ই-জান্নাত রুশনী স্থানীয় ৪’শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
শিলই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ সালাউদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান রতনের সহধর্মিণী নূর-ই-জান্নাত রুশনী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ এবং সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও জনগণের প্রতি তাঁর ত্যাগের কথা স্মরণ করে দোয়া করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ মোল্লা, বাহাউদ্দিন বেপারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ মোল্লা, বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন জমাদার, নুরু মেম্বার ও কাশেম খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এম.এম/সকালবেলা